নির্বাচন ভবনের নিরাপত্তা বাড়াতে পুলিশকে ইসির চিঠি

0
নির্বাচন ভবনের নিরাপত্তা বাড়াতে পুলিশকে ইসির চিঠি

সম্প্রীতি ককটেল বিস্ফোরণের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন ঘিরে সার্বক্ষণিক নিরাপত্তা বাড়াতে ঢাকা মেট্টোপলিটন পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) পুলিশ কমিশনারকে এ সংক্রান্ত ইসির চিঠি পাঠিয়েছেন উপসচিব ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালাম।

চিঠিতে বলা হয়, গত ২৫ অক্টোবর (শনিবার) রাতে কিছু দুষ্কৃতকারী নির্বাচন ভবনের সামনের ভাস্কর্যে ‘ককটেল’ বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ভবনটির নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন

নির্বাচন ভবনের চারপাশে অফিস সময়ের পর ও ছুটির দিনগুলোতে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকায় নিরাপত্তা হুমকি আরও বাড়ছে বলে কমিশনের পক্ষ উল্লেখ করা হয়।

এমন পরিস্থিতিতে ভবনের আশপাশের ব্যবসায়িক কার্যক্রম সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখা এবং নির্বাচন ভবনের সামনে ও আশপাশে পুলিশের টহল বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ১৩ অক্টোবর ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তায় ভবনের সামনের সড়কের ওপর অবৈধ ও ভ্রাম্যমাণ  দোকানপাট উচ্ছেদে চিঠি দেওয়া হয়। এরপর আগারগাঁও এলাকা থেকে আলোচিত ‘কেকপট্টির’ দোকানগুলো উচ্ছেদ করে যৌথবাহিনীর সদস্যরা।

রোজার আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে ইসি। এ লক্ষ্যে নিয়মিত রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠক করছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here