কাউন্টিতে খেলার প্রস্তাব পেয়েছেন মিরাজ

0

দুর্দান্ত সময় পার করছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে ধারাবাহিক পারফর্ম করে চলেছেন এই টাইগার তারকা। অলরাউন্ডার মিরাজের ফর্ম নজর এড়ায়নি ইংল্যান্ডের কাউন্টি দলের। তাই তো তরুণ এই টাইগার অলরাউন্ডারকে কাউন্টিতে খেলার প্রস্তাব দিয়েছে ওয়ারউইকশায়ার।

সম্প্রতি ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ার‌ল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাদে স্বাগতিকরা বাকি সব সিরিজেই জয় পেয়েছে। যেখানে দলের হয়ে অনন্য ভূমিকা রেখেছেন মিরাজ। এরপর তামিম ইকবাল-সাকিব আল হাসানরা ঘরের বাইরেও আয়ার‌ল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে। ইংল্যান্ডের মাটিতে খেলে আসা মিরাজ জানালেন কাউন্টি দলের প্রস্তাবের কথা।

মিরাজের কাউন্টিতে খেলার প্রস্তাব এসেছে মূলত স্পিনার জ্যাক লিনটটের মাধ্যমে। সবশেষ ডিপিএলে মোহামেডানের হয়ে মিরাজের সঙ্গে খেলেছিলেন লিনটট। ফলে লিনটটের মাধ্যমেই কাউন্টি দলটি মিরাজকে প্রস্তাব দিয়েছে। চলতি বছরের আগস্টে অনুষ্ঠিত হবে ওই টুর্নামেন্ট। 

প্রস্তাব পেলেও মিরাজ সেখানে খেলবেন কিনা সেটা এখনও জানা যায়নি। কেননা আগামী মাসেই বাংলাদেশে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। এরপর দুই দফায় মাঠে গড়াবে সিরিজের একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here