বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, বিএনপি বিদ্যুতের দাম কমাতে বলে, রাষ্ট্রকাঠামো মেরামতের কথা বলে। বেহায়ার দুই কান কাটা থাকে, লজ্জা করে না। বিএনপির দুই কান কাটা।
শনিবার বিকালে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দেশব্যাপী বিএনপি-জামায়াতের ‘অগ্নিসন্ত্রাস, জ্বালাও পোড়াও নৈরাজ্য’ ব্যানারে মহানগর আওয়ামী লীগ এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি ১০ দফা দিয়েছে। বিদ্যুৎ চোর কয় বিদ্যুতের দাম কমাতে হবে। এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। ৬ হাজার কোটি টাকা বিদ্যুৎ খাত থেকে হাওয়া ভবন লুটপাট করেছে। দুর্নীতি- বিদেশে টাকা পাচারের কথা বলে, ২২ হাজার কোটি টাকা তারেক-মামুন বিদেশে পাচার করেছে। রাষ্ট্রকাঠামো মেরামতের কথা বলে বিএনপি যদি আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়; তাহলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।