ছয় দিন পর কাপ্তাই হ্রদ থেকে হাতি শাবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে বরকল উপজেলার বরুনাছড়ি গ্রামের লিটনের টিলা এলাকায় শাবকটির মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।
কাচালংমুখ বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন অফিসার (এসও) মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মা হাতিটি একটু দূরে সরে যাওয়ায় আজ সকালে শাবকটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং পরে মাটিচাপা দেওয়া হয়েছে।’
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ বলেন, ‘হাতি শাবকটির মরদেহ উদ্ধার করে নমুনা সংগ্রহ করা হয়েছে। এরপর লিটনের টিলা এলাকায় মাটিচাপা দেওয়া হয়েছে। ফরেনসিক রিপোর্টের জন্য নমুনা সিএফ ওয়াইল্ডলাইফ কার্যালয়ে পাঠানো হবে।’
বর্তমানে ওই এলাকা থেকে হাতির পাল ও মা হাতিটি কিছুটা দূরে সরে গেছে বলেও জানান তিনি।
গত সোমবার রাতে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাচালংমুখ বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির আওতাধীন লিটনের টিলা এলাকায় হাতি শাবকটি পানিতে ডুবে মারা যায়। বন বিভাগের ধারণা, পাহাড় থেকে পা পিছলে আহত হয়ে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে মারা গেছে শাবকটি।

