বায়ার্ন মহারণে খেলছেন না নেইমার

0

অবশেষে শঙ্কাই সত্যি হলো। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের বাঁচা-মরার লড়াইয়ে নেইমারকে পাচ্ছে না পিএসজি। দলটির কোচ ক্রিস্তফ গালতিয়ে নিশ্চিত করেছেন, চোটের কারণে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

আগামী বুধবার বায়ার্নের মাঠে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচ খেলবে পিএসজি। প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে হেরেছিল তারা। গত ফেব্রুয়ারিতে লিলের বিপক্ষে ৪-৩ গোলে জেতা রোমাঞ্চকর ম্যাচে অ্যাঙ্কেলে চোট পান নেইমার। ওই চোটের কারণে গত সপ্তাহে মার্সেইয়ের বিপক্ষে দলের ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচেও খেলতে পারেননি ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। 

গালতিয়ে বলেন, সে দলের বাইরে থাকবে। আমি মনে করি, বায়ার্নের বিপক্ষের ম্যাচটি সে খেলতে পারবে না। নেইমারের অনুপস্থিতি আমাদের জন্য বড় ধাক্কা। আমাদের আক্রমণভাগ বেশ মজবুত এবং গভীর। নেইমারের অনুপস্থিতির কারণে দুই জন মিডফিল্ডারের বদলে আমরা তিন জন মিডফিল্ডার এবং দুজন ফরোয়ার্ড নিয়ে যাব। বলতে চাচ্ছি, নেইমারের অনুপস্থিতি আমাদের জন্য মোটেও হালকা বিষয় নয়, বড় ক্ষতির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here