নতুন কুড়ির সেরা দশের লড়াই শেষ হচ্ছে বুধবার

0
নতুন কুড়ির সেরা দশের লড়াই শেষ হচ্ছে বুধবার

বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৫’-এর সেরা দশের লড়াই চলছে। ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ পর্ব শেষ হবে ২৯ অক্টোবর।  

আগের মতোই নতুন কুঁড়ির এবারের আসরের প্রতিযোগীরাও মুগ্ধ করছে বিচারকদের। তাদের মধ্য থেকেই উঠে আসবে আগামী প্রজন্মের নতুন তারকারা। 

গত মঙ্গলবার শেষ হয় চূড়ান্ত বাছাই পর্ব। প্রতিটি শাখায় ও বিষয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জন করে প্রতিযোগী নির্বাচিত হয়েছেন সেরা দশ পর্বের জন্য। তবে, একই নম্বর পেয়ে একাধিক প্রতিযোগীও এই রাউন্ডে লড়ছেন। 

এই অডিশন চলছে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরা প্রাঙ্গণে। চূড়ান্ত বাছাই পর্বের ফলাফল জানা যাবে বিটিভির অফিসিয়াল ওয়েবসাইটে। সেরা দশ পর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা পরবর্তী সময়ে গ্রুমিং ও ফাইনাল পর্বে অংশগ্রহণ করতে পারবেন। বিস্তারিত তথ্য বিটিভির ওয়েবসাইট ছাড়াও টেলিভিশনের প্রচারিত স্ক্রল থেকেও জানা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here