বিশ্বকাপ ভেন্যু নিয়ে আইসিসির ওপর পাকিস্তান অধিনায়কের ক্ষোভ

0
বিশ্বকাপ ভেন্যু নিয়ে আইসিসির ওপর পাকিস্তান অধিনায়কের ক্ষোভ

শ্রীলঙ্কায় চলমান নারী ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল-আইসিসির দিকে সমালোচনা তীর ছুঁড়েছেন তিনি। বৃষ্টির মৌসুমে বিশ্বকাপের মতো আসরের ভেন্যু আয়োজন নিয়ে অভিযোগ তার। ফাতিমা বলেছেন, আইসিসির উচিত ছিল অন্তত তিনটি ভালো মাঠের ব্যবস্থা করা।

এ বিশ্বকাপে একটিও জয় না পায়নি পাকিস্তান। ৭ ম্যাচে তারা হেরেছে ৪টি। বৃষ্টির কারণে বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। শুধু কলম্বোতেই ফলাফল আসেনি পাঁচটি ম্যাচের। যার ভুক্তভোগী পাকিস্তান ও শ্রীলঙ্কা। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের শেষ ম্যাচটিও বৃষ্টিতে ভেসে যায়। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।

এসবের পরিপ্রেক্ষিতে বলেন, ‘এবারের আবহাওয়া আমাদের পক্ষে ছিল না। বিশ্বকাপ খেলার জন্য আমরা চার বছর অপেক্ষা করেছি। আমার মনে হয়, আইসিসির উচিত ছিল অন্তত তিনটি ভালো মাঠের ব্যবস্থা করা।’

তবে শুধু ভাগ্যকেই দোষারোপ করেননি তরুণ অধিনায়ক। দলের ব্যাটিং ব্যর্থতার কথাও স্বীকার করেছেন। ফাতিমা বলেন, আমাদের বোলিং ও ফিল্ডিং যথেষ্ট ভালো ছিল। কিন্তু ব্যাটিংয়ে কিছুটা পিছিয়ে ছিলাম। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ভালো লড়াইও করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জিততে পারলাম না।

২২ বছর বয়সে পাকিস্তানের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন ফতিমা সানা। যদিও দলকে নিয়ে কোনো সুসংবাদ দিতে পারেননি। এ বিষয়ে অধিনায়ক বলেন, এ বিশ্বকাপ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। বিশ্বকাপ শুরুর আগে আমরা পর্যাপ্ত ক্রিকেট খেলতে পারিনি। আরও বেশি ম্যাচ খেলা দরকার ছিল। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখন থেকেই আমাদের শুরু করা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here