সাতদিনের মানবিক যুদ্ধবিরতিতে সম্মত সুদানের দুই পক্ষ

0

সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সাত দিনের মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

শনিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরও এই তথ্য নিশ্চিত করেছে। 

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উভয় পক্ষের সমঝোতায় স্বল্পমেয়াদী এই যুদ্ধবিরতি বাড়ানো হতে পারে।

সুদানে রক্তক্ষয়ী যুদ্ধ ৬ সপ্তাহের বেশি সময় ধরে চলছে। উত্তর-পূর্ব আফ্রিকার এই দেশটিতে সংঘাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। যুদ্ধের বিষবাষ্প ছেয়ে গিয়েছে গোটা দেশে।

পরিসংখ্যান বলছে, সুদানের যুদ্ধে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। সেই দেশে কর্মরত হাজার হাজার বিদেশি নাগরিক যুদ্ধের আবহে প্রাণের দায়ে দেশে ফিরে এসেছেন। সূত্র:আল আরাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here