মার্কিন আইনপ্রণেতার সঙ্গে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের এক অডিও ক্লিপ ফাঁস হয়েছে।
ফাঁস হওয়া ফোনকলে ইমরান খান মার্কিন আইনপ্রণেতা ম্যাক্সিন মুরের কাছে পিটিআইয়ের ওপর পাকিস্তান সরকারের চলমান নিপীড়নের বিষয়ে সহায়তা চেয়েছেন। পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার অনুরোধ করেছেন তিনি।
ইমরান খান বলেন, গুপ্তহত্যার শিকার হয়েছি আমি। আমার ওপর তিনটি বুলেট ছোঁড়া হয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া আমাদের সরকারকে হটিয়ে দিয়েছে। কারণ এ দেশে সেনাবাহিনী অনেক শক্তিশালী।
কামার জাভেদের বিরুদ্ধে আরও অভিযোগ করে ইমরান খান বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছেন তিনি (কামার জাভেদ বাজওয়া)।
ফোনে ম্যাক্সিনকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার অনুরোধ করে ইমরান বলেন, দেশের এ দুঃসময়ে আপনার মতো একজনের বিবৃতি খুবই গুরুত্বপূর্ণ।