থাইল্যান্ডের রানী মা সিরিকিত মারা গেছেন

0
থাইল্যান্ডের রানী মা সিরিকিত মারা গেছেন

থাইল্যান্ডের রানি মা সিরিকিত মারা গেছেন। দেশটির রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৯৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রাসাদ কর্তৃপক্ষ জানায়, ২০১৯ সাল থেকে বিভিন্ন অসুস্থতায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। চলতি বছরের ১৭ অক্টোবর তার রক্তে সংক্রমণ ধরা পড়ে, এরপর শুক্রবার রাতে তিনি মারা যান।

রানি মাতার মৃত্যুতে রাজপরিবার ও রাজপ্রাসাদের সদস্যদের জন্য এক বছরের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল রানি মাতা সিরিকিতের মৃত্যুতে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আসিয়ান শীর্ষ সম্মেলনে তার সফর বাতিল করেছেন বলে শনিবার এক সরকারি মুখপাত্র জানান।

রানি মাতা সিরিকিত ২০১২ সালে স্ট্রোকের পর থেকেই জনসমক্ষে খুব কমই দেখা যেত। তার স্বামী, রাজা ভূমিবল আদুল্যাদেজ, ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক—১৯৪৬ সাল থেকে টানা ৭০ বছর রাজত্ব করেছেন তিনি।

থাই জনগণের কাছে রানি মাতাকে স্মরণ করা হবে দাতব্য কাজ ও মাতৃত্বের প্রতীকে পরিণত ব্যক্তিত্ব হিসেবে। তার মৃত্যু দেশজুড়ে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে।

থাইল্যান্ডে রাজপরিবার নিয়ে সমালোচনা কঠোরভাবে নিষিদ্ধ এবং আইন অনুযায়ী মৃত রাজপরিবারের সদস্যদের বিরুদ্ধেও অবমাননাকর মন্তব্য করলে শাস্তির বিধান রয়েছে। সূত্র: গার্ডিয়ান, সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here