রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড

0
রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবীয়দের ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

এই ম্যাচে ৩ উইকেট নিয়ে রিশাদ গড়েছেন এক নয়, দুইটি বড় রেকর্ড।

তিন ম্যাচের সিরিজে ১২ উইকেট শিকার করে রিশাদ ভেঙে দিয়েছেন আফগানিস্তানের রশিদ খানের বিশ্বরেকর্ড। এতদিন পর্যন্ত ওয়ানডের তিন ম্যাচের কোনো সিরিজে স্পিনার হিসেবে সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছিলেন রশিদ খান ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। রিশাদ এবার সেটি টপকে গড়লেন নতুন ইতিহাস।

শুধু তাই নয়, বাংলাদেশের হয়েও নতুন রেকর্ডের মালিক হয়েছেন তিনি। এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ ছিলেন আরাফাত সানি। রিশাদ সেই রেকর্ডও নিজের করে নিয়েছেন।

সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেট, দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট এবং শেষ ম্যাচে আরও ৩ উইকেট নিয়ে মোট ১২ উইকেট তুলে নিয়ে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন রিশাদ। তার এই দুর্দান্ত পারফরম্যান্সই দীর্ঘ ১৭ মাস পর বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের পথ প্রশস্ত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here