নোবেল নেশা করে প্রতিরাতেই মারধর করত, মুখ খুললেন সালসাবিল

0

টাকা নিয়েও শোতে হাজির না হওয়াসহ একাধিক প্রতারণার অভিযোগে গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে। এসময় ডিবি কার্যালয়ে হাজির ছিলেন নোবেলের সাবেক স্ত্রী সালসাবিলও।

ডিবি কার্যালয়ে থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, নোবেলের সঙ্গে যখন আমি সংসার শুরু করি তখন সে খুবই ভালো একজন মানুষ ছিলেন। হুট করে সে একটা চক্রের মধ্যে পড়ে নেশা শুরু করে। তখনই তার আচার-ব্যবহার পরিবর্তন আসে। অন্য এক নোবেলে সে পরিবর্তন হয়। যে এ যাবত যত সমালোচিত কাজ নোবেল করেছে তার সবই নেশাগ্রস্ত হওয়ার পর। 

নোবেলকে নেশার জগত থেকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছেন বলে জানান সালসাবিল। নোবেলের বাবা-মার সঙ্গে মিলে নেওয়া সব ধরণের চেষ্টাই বিফলে গিয়েছে। তিনি বলেন, ‘নোবেলের পরিবার ও আমার পরিবার মিলে বহুবার চেষ্টা করেছি নোবেলকে ঠিক পথে আনতে কিন্তু পারিনি। সে মাদকের শক্ত একটা সিন্ডিকেটের কবলে পড়ে গেছে। সে ইচ্ছে করলেও যারা তাকে মাদক সরবরাহ করে তারা তাকে ছাড়তে দেবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here