বিশ্বকাপ দল নিয়ে ‘তাড়াহুড়ো’ করতে চান না নান্নু

0

অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এই টুর্নামেন্টে বাংলাদেশ দলে কে থাকবেন, কার জায়গা হবে না এ নিয়ে আলোচনার শেষ নেই। এর মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুবর মতো ক্রিকেটারের থাকা নিয়েও সংশয় রয়েছে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য বলছেন, বিশ্বকাপের দল নিয়ে তাড়াহুড়ো করতে চান না তারা।

‘আমাদের কিন্তু ২৪ জনের একটা পুল আছে। যেখানে সোহানসহ আরও অনেক ক্রিকেটার আছে। যাকে যখন দরকার পড়ে তখন তাকে নেয়া হয়েছে। আমাদের পুলের ক্রিকেটারদের কাউকে কিন্তু চোখের আড়াল করা হয়নি। তাই চিন্তা কোনো কারণ নেই। এটা ন্যাশনাল পুল, পুলের মধ্যে আছে যখন চোখের আড়াল হয়নি।’

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের হেড কোচ হয়ে আসেন চন্ডিকা হাথুরুসিংহে। এসে জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে একটি বৈঠকও করেন তিনি। এর আগেই নির্বাচকদের কাছে জানতে চেয়েছিলেন তাদের পারফরম্যান্স সম্পর্কে, এমনটি জানিয়েছেন নান্নু।

তিনি বলেন, ‘হাথুরুসিংহে যখন আবার কোচ হয়ে আসে এখানে আগে যে খেলোয়াড় ছিল সবার খোঁজখবর নিয়েছে, কে কেমন করছে। আমাদেরও একটা দায়িত্ব আছে কে কীভাবে খেলছে। গত তিন বছরে কেমন পারফর্ম্যান্স করেছে। দেশে এবং দেশের বাইরে কী করেছে। এগুলোই সে জানতে চেয়েছিল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here