নরসিংদীর রায়পুরায় বিদেশি অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার বাঁশগাড়ী এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি রুবেল ওরফে ছোট রুবেল (২৯) ও তার সহযোগী ইমরান আলীকে (১৯) গ্রেফতার করে পুলিশ। রুবেল উপজেলার বালুয়াকান্দি এলাকার বিরাজ মিয়ার ছেলে ও ইমরান আলী কাচারিকান্দি এলাকার নুরুজ্জামানের ছেলে ।
পুলিশ জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী বালুয়াকান্দু এলাকায় অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামি রুবেল ও তার সহযোগী ইমরানকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।