‘বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হওয়ার পথে’

0

২০৪০ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ‘ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে সরকার সকল শিল্পখাতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সংযোগ অব্যাহত রাখতে ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়ন করছে।’

শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘জ্বালানি নিরাপত্তা: ভবিষ্যতের নিশ্চয়তা’ বিষয়ক স্টেকহোল্ডার সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর মতিঝিল ডিসিসিআই কার্যালয়ে ওই সংলাপে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার। নসরুল হামিদ বলেন, অপরিকল্পিত শিল্পায়নের কারণে সরকার গ্যাস সরবরাহ করতে পারছে না। তাই গ্যাস-বিদ্যুৎসহ অন্যান্য সেবা প্রাপ্তি নিশ্চিতকল্পে তিনি উদ্যোক্তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসমূহে শিল্প-কারখানা স্থাপন ও স্থানাস্তরে এগিয়ে আসার আহ্বান জানান।

সূত্র : বাসস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here