সাভারের বনগাও ইউনিয়নে সন্ত্রাসী হামলায় নিহত ১, আহত ৮

0

আখতার রাফি : সাভারে সন্ত্রাসী হামলায় আবু সাইদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও ইটপাটকেল আঘাতে আরো অন্তত ৮ জন আহত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আবু সাইদ সাভারের বনগাঁও ইউনিয়নের মৃত মুনতাজ আলীর ছেলে। সে পেশায় কৃষিকাজ করতেন।

আহতরা হলেন- জাবেদ, হিরু, সল্লিমুলা, বাবুল, আলিফ, আরাফাত, নজুমদ্দিন। 

আহত জাবেদ বলেন, রাত ৮ দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় সন্ত্রাসী জাকির ও তার বাহিনীর ৩০/৪০ জন লোক অতর্কিতভাবে হামলা করে। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আবু সাইদের মৃত্যু হয়েছে। এছাড়া সন্ত্রাসীদের হাতে থাকা লোহার রড়,  লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে আরো অন্তত ৮ জন আহত হয়েছে। পরে আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি । 

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ বলেন, এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়াও আরো ৮ জন হাসপাতালে এসেছে।  তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি দেওয়া  হয়েছে এবং একজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।  

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল মিয়া জানান, পুলিশ সাভার এনাম মেডিকেল কলেজ  হাসপাতাল  থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। সন্ত্রাসীদের হামলায় কয়েক জন আহত হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here