কুড়িগ্রামে টিকাদান ক্যাম্পেইনে সভা

0
কুড়িগ্রামে টিকাদান ক্যাম্পেইনে সভা

”টিসিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৫” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গ্যাভি, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এ সভার আয়োজন করেন কুড়িগ্রাম সিভিল সার্জনের কার্যালয়।

সভায় সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ূন কবির, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, টিকাদান কেন্দ্র নির্ধারণ, জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত কার্যক্রমের বিষয় নিয়ে আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here