ধামরাইয়ে গলাকাটা ভিসার দালালের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

0

ঢাকার ধামরাইয়ে গলাকাটা ভিসার দালাল রায়হানের কাছে বিদেশে যাওয়ার টাকা জমা দিয়ে অনেকে নিঃশ্ব হয়েছে এমনকি শাকিল হোসেন নামের এক ব্যক্তিকে মালদ্বীপে জিম্মি রেখে তার পরিবারের কাছে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে ওই দালাল রায়হান ।

এনিয়ে আজ বুধবার সকালে সাঈদপাড়া গ্রামের বাসিন্দা দালাল রায়হানের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন। কুশুরা ইউনিয়নের বাউজা গ্রামের মৃত আব্দুর ছামাদের ছেলে জিম্মিকৃত শাকিল হোসেনকে দ্রুত উদ্ধারের দাবি জানান ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ভাল বেতনে মালদ্বীপে চাকরি দেওয়ার প্রোলোভন দেখিয়ে এলাকার অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ভাড়ারিয়া ইউনিয়নের সাইদ পাড়া গ্রামের দালার আব্দুর রাহিম ওরফে রায়হান নামে।

সরে জমিনে গিয়ে যায়,উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের সাইদ পাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে দালাল আব্দুর রাহিম ওরফে রায়হান ৬ লাখ টাকা নিয়ে গলাকাটা কাটায় ভিসায় মালদ্বীপে নিয়ে যান শাকিল হোসেনকে। মালদ্বীপে যাওয়ার পর শাকিলকে জিম্মি করে শারিরীক ও মানসিক নির্যাতন করে পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করে রায়হান। এনিয়ে শাকিলের পরিবার স্থানীয় গন্যমান্য ব‍্যাক্তিবর্গ মাধ্যমে ছেলেকে ফিরে আনার জন‍্য দালাল রায়হানের কাছে আকুতি করলেও দশ লাখ টাকা না দিলে শাকিলকে দেশে পাঠানো হবে না বলে জানিয়ে দিয়েছে রায়হান।

বর্তমানে শাকিলের পরিবারে নেমে এসেছে অন্ধকারের ছায়া।দ্রুত শাকিলকে ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার।

এছাড়াও দালাল রায়হান এলাকার ফারুক হোসেন,জাহিদুর,রাসেল হোসেন,কদ্দুছ আলীকে মালদ্বীপ নেওয়ার কথা বলে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী শাকিলের স্ত্রী বলেন,তার স্বামী শাকিলকে মালদ্বীপ জিম্মি করে রেখে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে দালাল রায়হান। টাকা দিতে পারিনি বলে তার স্বামীকে প্রতিনিয়ত মারধর করছে এমনকি খাবার দিতেছে না রায়হান। তিনি তার স্বামীকে দ্রুত ফিরত চান এবং দালাল রায়হানের গ্রেফতারের দাবি জানান।

এলাকাবাসী খোরশেদ, ফারুক,জাহিদুর সহ অনেকে বলেন, দালাল রায়হান এলাকার সহজ সরল মানুষদের গলাকাটা ভিসায় মালদ্বীপে নিয়ে আটকে রেখে মুক্তিপণ নেয়। তারা রায়হানের গ্রেফতারের দাবি করেন।

তবে এবিষয়ে অভিযুক্ত দালাল রায়হানের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here