মালয়েশিয়ায় বৃহত্তর নোয়াখালী সমিতির ঈদ পুনর্মিলনী

0

মালয়েশিয়াস্থ বৃহত্তর নোয়াখালী প্রবাসীদের সংগঠন বৃহত্তর নোয়াখালী সমিতি মালয়েশিয়ার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯মে) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের সেলায়াং ক্যাপিটেল এর ডি ইনতান হলরুমে এ আয়োজন করা হয়।

বৃহত্তর নোয়াখালী জেলার প্রবাসীরা ছাড়াও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্থানীয় মালয়েশিয়ান ও বাংলাদেশি অন্যান্য আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবীসহ প্রায় দু’শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।  অনেকেই আবার তাদের পরিবার নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় পুরো অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়। পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। 

এসময় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতি মালয়েশিয়া উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান, কোষাধ্যক্ষ বাহার উদ্দিন, আবু ইউসুফ সেলিম, নাছির উদ্দিন, মোস্তাফিজুর রহমান জন্টু, সজল আক্তার, ফিরোজ খাঁন, গোলাম কবির তৌহিদ, তাজুল হোসাইন, আবির হোসাইন বিন ওবায়দুল হক,জাকির হোসেন, মামুনুর রশিদ, হানিফ খাঁন, ইব্রাহিম খলিল, মোহাম্মদ ফজলে রাব্বি, আলাউদ্দিনসহ বৃহত্তর নোয়াখালী সমিতি মালয়েশিয়ার অন্যান্যরা।

অনুষ্ঠানে আগত অতিথিরা এসময় দূর প্রবাসে এমন আয়োজনের জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং প্রত্যেক আঞ্চলিক সংগঠনগুলো যদি প্রবাসে বিপদগ্রস্থ প্রবাসীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সময় এমন আয়োজন করে, তবে প্রবাসে পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব বাড়বে এবং একটি শক্তিশালী কমিউনিটি গঠনে সহায়ক হবে বলেও মন্তব্য করেন কেউ কেউ।

অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র । র‍্যাফেল ড্র’তে অংশ নিয়ে পঞ্চাশজন ভাগ্যবান জিতে নেন পুরস্কার।  

অনুষ্ঠানের শেষাংশে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় সংগীত পরিবেশন করেন মালয়েশিয়া প্রবাসী সংগীত শিল্পী ফয়সাল। ফয়সালের সুরের মূর্ছনায় এসময় অনেকেই হারিয়ে যান দূর অজানায়।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here