হলান্ডের রেকর্ডের রাতে ম্যানসিটির সহজ জয়

0
হলান্ডের রেকর্ডের রাতে ম্যানসিটির সহজ জয়

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এক ম্যাচ পর জয় ফিরল ম্যানচেস্টার সিটির ঘরে। মঙ্গলবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে পেপ গুয়ার্দিওলার দল। ম্যাচের শুরুর দিকেই গোল করে দলকে এগিয়ে নেন আর্লিং হলান্ড। দ্বিতীয় গোলটি করেন বের্নার্দো সিলভা।

গোলের দুর্দান্ত ধারায় আছেন আর্লিং হলান্ড। ম্যাচের ১৭তম মিনিটে রিকো লুইসের পাস থেকে প্রথম টাচেই বল জালে পাঠান এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। চলতি চ্যাম্পিয়ন্স লিগে এটাই তার চতুর্থ গোল, আর চলতি মৌসুমে সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ১৫।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১২ ম্যাচে গোল করলেন হলান্ড, যেখানে তার গোল সংখ্যা ২৪টি। এই কীর্তিতে স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদোর সাত বছর আগের রেকর্ড—টানা ১২ ম্যাচে গোল করার।

প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। ম্যাচের ৪০তম মিনিটে সাভিনিয়োর বাড়ানো ক্রসে হেড করে গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্ডো সিলভা। বাকি সময় আর কোনো গোল না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল স্বাগতিকদের দখলে।

বল দখলে পিছিয়ে থাকলেও ভিয়ারিয়াল গোলের জন্য সিটির চেয়ে একটি বেশি শট নেয়। কিন্তু গোলমুখে কার্যকর হতে পারেনি স্প্যানিশ ক্লাবটি। সিটির ডিফেন্স ও গোলরক্ষক ছিল যথেষ্ট সতর্ক।

এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। গোল ব্যবধানে চারে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here