বরগুনার আমতলীতে ২০০ পিস ইয়াবা নিয়ে পৌরসভার কর্মচারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বরগুনার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (ডিবি)।
শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের যুগীয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ওই দুই মাদক কারবারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। ঘটনার দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইমাম হোসেন সোহাগ ও এএসআই রুবেল হাওলাদারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে চিহ্নিত দুই মাদক কারবারীকে ৬০ হাজার টাকা মূল্যের ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এরমধ্যে গ্রেফতারকৃত ফরহাদ আমতলী পৌরসভায় কর্মরত।
তিনি জানান, গ্রেফতারকৃত দুই মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।