কানাডায় পূজা পরিষদের কালীপূজা ও দীপাবলি অনুষ্ঠিত

0
কানাডায় পূজা পরিষদের কালীপূজা ও দীপাবলি অনুষ্ঠিত

উত্তর আমেরিকার দেশ কানাডায় ইতোমধ্যেই শীতের আগমনী বার্তায় উঁকিঝুঁকি দিচ্ছে বরফ পড়ার আশঙ্কা। ঠিক এমনই এক সময়ে সনাতন ধর্মাবলম্বীদের মননে সকল অন্ধকার দূর করে আলোর বর্তিকা নিয়ে এসেছে কালী পূজা ও দীপাবলি। 

কানাডার সাস্কাচুয়ান প্রভিন্সের সাস্কাটুনে সাস্কাটুন সর্বজনীন পূজা পরিষদের আয়োজনে নারী-পুরুষ আর সব বয়সীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূজামণ্ডপ মূহুর্তেই হয়ে উঠে এক খণ্ড বাংলাদেশে।
দেশের মাটিতে পা রাখতে না পারলেও সনাতন ধর্মাবলম্বীরা পূজামণ্ডপে দেশ ও সারা বিশ্বের মানুষের মঙ্গল কামনা করেন। 

নাচ গান আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হয় বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে। সকল অন্ধকার ও পঙ্কিলতা দূর হয়ে আলোয় ভরে উঠুক সামনের দিনগুলো এমন প্রত্যাশা ছিল আয়োজকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here