১৪ বলে ৩৯ রান, তবু সুপার ওভারে নেই রিশাদ! প্রতিপক্ষও অবাক

0
১৪ বলে ৩৯ রান, তবু সুপার ওভারে নেই রিশাদ! প্রতিপক্ষও অবাক

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের রোমাঞ্চকর লড়াই শেষ হয়েছে মাত্র এক রানের ব্যবধানে। কিন্তু ম্যাচশেষেও আলোচনা থামেনি—সুপার ওভারে কেন ব্যাট হাতে দেখা গেল না রিশাদ হোসেনকে?

বাংলাদেশ ইনিংসের শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেনের বলেই রিশাদ ১৬ রান তোলেন। কঠিন সেই উইকেটে বাংলাদেশের ব্যাটাররা যেখানে রান করতে হিমশিম খাচ্ছিলেন, সেখানে রিশাদ খেলেন মাত্র ১৪ বলে ৩৯ রানের ঝড়ো অপরাজিত ইনিংস।

তবু টাই ম্যাচের পর যখন প্রয়োজন ছিল ১১ রান, তখনও রিশাদকে ব্যাটিংয়ে পাঠানো হয়নি। সৌম্য সরকারের আউটের পরও সেই সিদ্ধান্ত অপরিবর্তিত ছিল। আর এ নিয়েই বিস্মিত হয়েছেন প্রতিপক্ষ আকিল হোসেন নিজেও।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে আকিল বলেন, “আমি সত্যি কিছুটা অবাক হয়েছিলাম। যে ব্যাটার ম্যাচে সবচেয়ে বিধ্বংসী ছিল, ১৪ বলে ৩৯ রান করে অপরাজিত ছিল, তাকে সুপার ওভারে না দেখা আমাদেরও অবাক করেছে।”

তিনি আরও যোগ করেন, “আসলে ওই সিদ্ধান্ত আমাদের পক্ষে কাজ করেছে। রিশাদ শক্তিশালী ব্যাটার, লম্বা হওয়ার কারণে বল মারার সময় দারুণ ভারসাম্য রাখতে পারে।”

আকিল নিজেই ছিলেন সেই বোলার, যিনি মূল ইনিংসে ২ উইকেট নেন এবং সুপার ওভারে দলকে জয় এনে দেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ওয়ানডে স্কোয়াডে না থাকা এই স্পিনারকে হঠাৎই ক্যারিবিয়ান দল উড়িয়ে আনে আগের রাতে। রাত ৪টায় হোটেলে পৌঁছানোর পরও ম্যাচে নামেন এবং নায়কোচিত পারফরম্যান্সে দলকে জিতিয়ে দেন।

এ জয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here