দুর্বল অলিম্পিয়াকোসের বিপক্ষে সতর্ক বার্সা কোচ

0
দুর্বল অলিম্পিয়াকোসের বিপক্ষে সতর্ক বার্সা কোচ

চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়াতে প্রস্তুত স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রতিপক্ষ গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস তুলনামূলকভাবে দুর্বল হলেও ম্যাচটিকে সহজভাবে নিচ্ছেন না কাতালানদের প্রধান কোচ হ্যান্সি ফ্লিক। ইনজুরি সমস্যা আর সাম্প্রতিক পারফরম্যান্সের চাপ মিলিয়ে বেশ চাপের মুখে আছেন জার্মান এই কোচ।

মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে স্তাদিও লুই কোম্পানিসে মুখোমুখি হবে বার্সেলোনা ও অলিম্পিয়াকোস।

লা লিগায় শেষ ম্যাচে জিরোনার বিপক্ষে নাটকীয় জয় পেলেও স্বস্তিতে নেই বার্সা। কারণ, রিয়াল মাদ্রিদের কাছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে তারা। চ্যাম্পিয়ন্স লিগেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই ফ্লিকের দল। প্রথম ম্যাচে নিউক্যাসেলকে হারালেও দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে পিএসজির বিপক্ষে হেরেছে বার্সেলোনা। তাই অলিম্পিয়াকোসের বিপক্ষে জয় এখন সময়ের দাবি।

তবে ইনজুরি যেন বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে হ্যান্সি ফ্লিকের জন্য। দলে নেই রবার্ট লেওয়ানডস্কি, রাফিনিয়া এবং ফেরান তোরেসের মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা। ফলে বিকল্প স্কোয়াড গঠনেই ভরসা রাখতে হচ্ছে বার্সা কোচকে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন,’আমাদের জন্য জয়টা খুবই গুরুত্বপূর্ণ। শেষ কয়েকটি ম্যাচে দেখা গেছে, আমাদের আরও আক্রমণাত্মক হতে হবে। অলিম্পিয়াকোস দুর্দান্ত দল, তারা আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। আমাদের ডিফেন্সিভ দিকেও মনোযোগ দিতে হবে, বিশেষ করে তাদের স্ট্রাইকাররা দারুণ ফর্মে রয়েছে।’

দলের সম্ভাব্য একাদশে সেন্টার ব্যাকে দেখা যেতে পারে রোনাল্ড আরাউহো ও পাও কুবারসিকে। রাইট ব্যাকে এরিক গার্সিয়া, লেফট ব্যাকে অ্যালেক্স বালডে। মাঝমাঠে থাকবেন ফ্রেঙ্কি ডি ইয়ং, ক্যাসেদো ও পেদ্রি। আক্রমণভাগ সামলাবেন রাশফোর্ড ও ফেরমিন লোপেজ।

বিশেষ নজর থাকবে তরুণ উইঙ্গার লামিন ইয়ামালের ওপর। সদ্য ইনজুরি থেকে ফেরা ইয়ামাল পুরো ফর্মে না থাকলেও, তার ওপর ভরসা রাখছেন সতীর্থ ফেরমিন লোপেজ।

উল্লেখ্য, অলিম্পিয়াকোসের বিপক্ষে এর আগে দুইবার মুখোমুখি হয়েছে বার্সেলোনা। একটি ম্যাচে জয় এবং অপরটি গোলশূন্য ড্র হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here