চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

0
চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিএসটিআই’র সনদ ছাড়া মোড়কজাত পণ্য বিক্রির অপরাধে চারটি খাবার তৈরি প্রতিষ্ঠানের মালিককে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে মতলব বাজারে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।

বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল বলেন, অভিযানে মোড়কজাত পণ্য নিবন্ধন সনদ ছাড়া ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্য বিক্রির অপরাধে লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার মালিককে ১০ হাজার, মধুবন সুইটমিট মালিককে ১০ হাজার, ভাই ভাই হোটেল অ্যান্ড নন্দ কেবিন মালিককে ১০ হাজার ও ঘোষ কেবিন মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার সিএম মো. হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ ও মো. রাজিব ফকির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here