কিশোরগঞ্জে ভর সকালে বাড়ির গেট কেটে ১৩ ভরি স্বর্ণালংকারসহ টাকা চুরি

0
কিশোরগঞ্জে ভর সকালে বাড়ির গেট কেটে ১৩ ভরি স্বর্ণালংকারসহ টাকা চুরি

কিশোরগঞ্জ শহরে ভর সকালে একটি বাসার গেট কেটে ১৩ ভরি স্বর্ণালংকাসহ টাকা চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির গেট কাটার পর ফ্ল্যাটের দরজার তালা ভেঙে প্রায় নগদ আট লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোর। 

রবিবার সকাল ১০টা ১৩ মিনিটে শহরের নীলগঞ্জ সড়কে ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পেছনের বাসার দোতলায় এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাসাটির দোতলায় ভাড়া থাকেন আমেনা মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. মিজানুর রহমান। তিনি এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। তার স্ত্রী সন্তানদের নিয়ে দুইদিন আগে তার বাবার বাড়িতে বেড়াতে গেছেন। খালি বাসা পেয়ে পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা পুলিশের।

বাসার সিসিটিভির ফুটেজে, মাথায় সাদা টুপি, হাফহাতা শার্ট ও প্যান্ট পরা মধ্যবয়সী এক ব্যক্তিকে গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখা যায়। কিছুক্ষণ পর ওই ব্যক্তি হাতে একটি ব্যাগ নিয়ে আবার বেরিয়ে যায়।

মিজানুর রহমান (৩৮) ওই বাসার দোতলা ভাড়া নিয়ে সপরিবারে বসবাস করেন। তার বাড়ি জেলার পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামে।

তিনি জানান, বাসার মূল গেট ও বাসার দরজার তালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। বাসা থেকে তারা আর কিছুই নেয়নি। আলমারি ভেঙে শুধু স্ত্রীর স্বর্ণালংকার ও নগদ টাকাগুলো নিয়ে গেছে। তবে পুরো বাসার আসবাবপত্র তছনছ অবস্থায় পাওয়া যায়।  

তিনি আরও জানান, এই স্বর্ণালংকারের দাম বর্তমান বাজারে ২৩ লাখ টাকার মতো হবে। এ চুরির ঘটনায় তিনি কিশোরগঞ্জ মডেল থানায় ওইদিনই একটি মামলা করেছেন। পুলিশ দুইবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলাটি তদন্ত করছেন থানার উপ-পরিদর্শক রবিউল হাসান।  

আজ সোমবার তদন্ত কর্মকর্তার জানান, পুলিশ সিসি টিভি ফুটেজটি খতিয়ে দেখছে। ফুটেজে দেখা যাওয়া ব্যক্তিটিকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ চুরির সঙ্গে সে একা না, বাসার কাজের লোকেরও সংশ্লিষ্টতা রয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে।  তিনি বলেন, ওই চোরকে আটক করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here