ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি

0
ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক আগুনের ঘটনাগুলো তদন্তে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির নেতৃত্বে ৭ সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে। 

রবিবার সন্ধ্যায় সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির জরুরি বৈঠক শেষে এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
 
তিনি জানান, পরে এই কমিটি ১২-১৪ জনে উন্নীত হতে পারে। কমিটি আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে। আগুন লাগার ঘটনায় নাশকতা আছে কিনা কিংবা আগুন আরও দ্রুত নির্বাপন করা যেত কিনা তা তদন্তের পর জানা যাবে। আগুন নির্বাপনে সরকারি সক্ষমতা ও প্রতিষ্ঠানের দায়ও তদন্ত করা হবে। 

উপদেষ্টা বলেন, আগুন লাগার মতো ঘটনাগুলোতে প্রযুক্তিগত সক্ষমতা ও অক্ষমতা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। কোথাও সীমাবদ্ধতা আছে কিনা তদন্ত করে জানা যাবে। 

ফারুক-ই-আজম বলেন, আগুন লাগার ঘটনা তদন্তের ক্ষেত্রে সরকারের কারিগরি ঘাটতি আছে। সিভিল এভিয়েশনের ফায়ার সেফটি ছিল, কিন্তু নির্বাপন করার সক্ষমতা ছিল না।
 
শনিবার ‍দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন লাগে। ৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণে বন্ধ হয়ে যায় বিমান ওঠানামা। পরে রাত ৯টার দিকে বিমান চলাচল আবারও শুরু হয়। প্রায় ২৭ ঘণ্টা পর রবিবার সন্ধ্যায় আগুন পুরোপুরি নির্বাপন করার কথা জানায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় আগুন লাগে। টানা ১৭ ঘণ্টা জ্বলার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া, বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের ঘাটাইলে একটি সূতার মিলে আগুনের ঘটনা ঘটে। 

গত ১৪ অক্টোবর আগুন লাগে মিরপুরের রূপনগরে একটি কেমিক্যাল গোডাউন এবং পোশাক কারখানায় আগুন লাগে। এতে ১৬ জন প্রাণ হারান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here