লিভারপুলের ঘরের মাঠে ইউনাইটেডের দুর্দান্ত জয়

0
লিভারপুলের ঘরের মাঠে ইউনাইটেডের দুর্দান্ত জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জমজমাট এক লড়াইয়ে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে প্রায় এক দশক পর এই মাঠে জয় উদযাপন করল তারা।

ম্যাচের শুরুতেই চমকে দেয় ইউনাইটেড। খেলা শুরুর মাত্র ৬৩ সেকেন্ডের মাথায় ব্রায়ান এমবুমোর গোলে এগিয়ে যায় তারা। মাঝমাঠ থেকে ব্রুনো ফার্নান্দেসের পাসে বল পেয়ে আমাদ দিয়ালোর থ্রু বল ধরে কোনাকুনি শটে গোলটি করেন এমবুমো।

প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করে দুই দলই। কোডি হাকপোর দুটি প্রচেষ্টা ও সালাহর ব্যর্থতা হতাশ করে লিভারপুলকে। এক পর্যায়ে তিনবার বল লেগে ফিরে আসে পোস্ট থেকে। তবে দ্বিতীয়ার্ধের ৭৮তম মিনিটে শেষমেশ হাকপোই দলকে সমতায় ফেরান। বাঁ দিক থেকে ফেদেরিকো চিয়েসার পাস ধরে সহজ টোকায় বল জালে পাঠান এই ডাচ ফরোয়ার্ড।

কিন্তু গোল খাওয়ার পরই যেন আরও বেশি উজ্জীবিত হয় ইউনাইটেড। গোল হজমের মাত্র ছয় মিনিট পর ফার্নান্দেসের দুর্দান্ত এক ক্রসে হেডে গোল করে দলকে জয় এনে দেন ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার।

এই জয়ে আট ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ হার খেয়েছে লিভারপুল, তারা ১৫ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় বোর্নমাউথ রয়েছে তিনে। শীর্ষে থাকা আর্সেনালের সংগ্রহ ১৯ পয়েন্ট, তাদের তিন পয়েন্ট পেছনে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here