নতুন পদক্ষেপ, লাহোরে নাটকীয়ভাবে কমল ৭০ শতাংশ বায়ুদূষণ

0
নতুন পদক্ষেপ, লাহোরে নাটকীয়ভাবে কমল ৭০ শতাংশ বায়ুদূষণ

পাকিস্তানের লাহোরে ‘অ্যান্টি-স্মোগ গান ব্যবহারে’ নাটকীয়ভাবে ৭০ শতাংশ বায়ুদূষণ কমে গেছে, যা দেশটির ইতিহাসে অন্যতম মাইলফলক হিসেবে মনে করা হচ্ছে। 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রথমবারের মতো লাহোরের কাহনায় পরীক্ষামূলকভাবে অ্যান্টি-স্মোগ গান ব্যবহার করা হয়েছে। পরিবেশ সুরক্ষা বাহিনী (ইপিএফ) জানিয়েছে, এই অভিযানে এলাকার বায়ুদূষণ নাটকীয়ভাবে কমে গেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এয়ার কোয়ালিটি ইনডেক্স ৬৬৬ থেকে নেমে আসে ১৭০-এ, যা প্রায় ৭০ শতাংশ দূষণ কমার প্রমাণ।

পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এ অভিযানের সফলতার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের নির্দেশে কাহনায় পরিচালিত প্রথম অ্যান্টি-স্মোগ গান অভিযান উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। উন্নত মনিটরিং সিস্টেমের মাধ্যমে এর বৈজ্ঞানিক বিশ্লেষণ করে দূষণ কমার হার নিশ্চিত করা হয়েছে।”

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রায়ই লাহোরের নাম উঠে আসে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টিতে পরিস্থিতি সবচেয়ে খারাপ থাকে। এক কোটি ৪০ লাখ মানুষ এই শহরটিতে দীর্ঘ ছয় মাস ধরে ডব্লিউএইচও’র অনুমোদিত সীমার ২০ গুণ বেশি মাত্রার দূষিত বায়ু শ্বাসযন্ত্রে নিতে বাধ্য হয়।

এ অবস্থায় অ্যান্টি-স্মোগ গান চালু করা পাঞ্জাব সরকারের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পরিবেশ সুরক্ষা বাহিনী জানিয়েছে, এ প্রযুক্তি বায়ুদূষণের ক্ষতিকর ভাসমান কণাগুলো দমন করে আর্দ্রকরণের মাধ্যমে বাতাসের গুণমান উন্নত করে। সূত্র: জিও নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here