অস্ট্রেলিয়ায় বিলাসবহুল হোটেলের পুলে কুমির

0
অস্ট্রেলিয়ায় বিলাসবহুল হোটেলের পুলে কুমির

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি বিলাসবহুল হোটেলের সুইমিংপুলে এই সপ্তাহান্তে একটি কুমির ডুব দিয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে পোর্ট ডগলাসের শেরাটন গ্র্যান্ড মিরাজ রিসোর্টের পুলের নীচে শুয়ে থাকা কিশোর মাংসাশী প্রাণীটিকে দেখা গেছে।

টিকটক ব্যবহারকারী লিসা কেলার একটি ভিডিওতে বলেছেন, “আমি কাউকে আতঙ্কিত করতে চাই না। তবে শেরাটন পুলে একটি কুমির আছে “ সেখানে আঁশযুক্ত শিকারী প্রাণীটিকে দেখানো হয়েছে।

পুলের ধারে সান লাউঞ্জে অল্প কয়েকজন পর্যটককে আরাম করতে দেখা গেছে। যদিও কেউই পানিতে নামেনি।

কেলার বলেন, “বিষয়টিকে কেউ পাত্তা দেয়নি।”

ভিডিওটি হোটেলের ওয়েবসাইটে পুলের ছবিগুলোর সঙ্গে মিলেছে।

হোটেল ম্যানেজার জোসেফ আমেরিও বলেন, শনিবার ভোরে কুমিরটিকে দেখা গেছে এবং কুইন্সল্যান্ড রাজ্যের বন্যপ্রাণী কর্মকর্তারা বিকালে এটি সরিয়ে না দেওয়া পর্যন্ত পুলটি ঘিরে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, “কোনও সময়েই অতিথি ও বাচ্চা প্রাণীটি একই সাথে পুলে ছিল না।”

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলজুড়ে এক লাখেরও বেশি নোনা পানির এবং কম আক্রমণাত্মক মিঠা পানির কুমির বাস করে বলে অনুমান করা হয়। সূত্র: দ্য গার্ডিয়ান, এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here