বন্ধুর মুখোশ পরে ঘোরে, সুযোগ পেলেই বিষ ঢেলে দেয়: পূর্ণিমা

0
বন্ধুর মুখোশ পরে ঘোরে, সুযোগ পেলেই বিষ ঢেলে দেয়: পূর্ণিমা

চিত্রনায়িকা পূর্ণিমা সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের আনন্দঘন মুহূর্তগুলো শেয়ার করেই সীমাবদ্ধ থাকেন। তবে এবার ভিন্ন রূপে ধরা দিলেন তিনি। আজ রবিবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে প্রকাশ করলেন অভিমান ও ক্ষোভের কথা।

পূর্ণিমা লেখেন,“যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।”

purnima
পূর্ণিমা। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

তার এই স্ট্যাটাসে কারও উদ্দেশে সরাসরি কিছু উল্লেখ না থাকলেও, স্পষ্টতই এটি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতার বহিঃপ্রকাশ এমনটাই মনে করছেন ভক্ত ও অনুসারীরা।

স্ট্যাটাসে পূর্ণিমা আরও লেখেন, “যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।”

সবশেষে তিনি উল্লেখ করেন নিঃসঙ্গতার মূল্য ও মর্যাদার কথা, “মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here