আশুলিয়ায় এবার আওয়ামী লীগের নেতাকে ছাড়িয়ে নিতে বিএনপি নেতার তদবির

0

আখতার রাফি : সাভারের আশুলিয়ায় গ্রেপ্তার হয়েছেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আইয়ুব আলী সিকদার। গ্রেপ্তারের পর থেকে তাকে ছাড়িয়ে নিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের কাছে তদবির করছেন বিএনপির এক শীর্ষস্থানীয় নেতা— এমন তথ্য নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আশুলিয়া এলাকায় ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন আইয়ুব আলী সিকদার। এলাকাবাসীর অভিযোগ, তিনি সরকারি দলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের সম্পত্তি দখল করতেন এবং বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন।

তবে তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ আসে গত ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলা ছাত্র-জনতার আন্দোলনের সময়। ওই সময়ে তিনি সরাসরি গুলি চালান এবং ঢাকা-১৯ আসনের পতিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের হয়ে অস্ত্র সরবরাহের দায়ে অভিযুক্ত হন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইয়ুব আলী সিকদারকে ছাড়ানোর জন্য বিপুল অঙ্কের অর্থ লেনদেনের প্রক্রিয়া চলছে। অভিযোগ রয়েছে— প্রভাবশালী মহল তাকে ‘ছোট মামলায়’ আদালতে চালান দেওয়ার চেষ্টা করছে, যাতে দ্রুত জামিনে মুক্তি পেতে পারেন তিনি।

এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে ছাত্র ও সাধারণ মানুষ। তারা বলছেন, “একজন ছাত্র হত্যাকারী ও অস্ত্র ব্যবসায়ীর বিচার না হয়ে যদি টাকার জোরে মুক্তি পায়, তাহলে বিচার ব্যবস্থার প্রতি আস্থা ধ্বংস হবে।”

ছাত্র জনতা দাবি করেছে, আইয়ুব আলী সিকদারকে অবিলম্বে ছাত্র হত্যার মামলায় অন্তর্ভুক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক তদবির ও আর্থিক প্রভাব থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here