জামালপুরে সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন

0
জামালপুরে সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন

২০২৫ সালের সার ডিলার নিয়োগ নীতিমালা বাতিল ও ডিলারদের কমিশন যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, জামালপুর জেলা ইউনিট মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করে।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা ইউনিটের সাবেক সভাপতি আজিজুল কবির হুমায়ুন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক চাঁন মিয়া, আব্দুল মজিদ, ইকরামুল হক নবীন প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি কৃষি মন্ত্রণালয় একতরফাভাবে সার ডিলার নিয়োগ নীতিমালা ২০২৫ খসড়াভাবে অনুমোদন দিয়েছে। নতুন নীতিমালায় আরোপিত শর্তগুলোর কারণে সার বিতরণে চরম অস্থিরতা তৈরি হবে এবং এতে ক্ষতিগ্রস্ত হবেন ডিলারসহ কৃষকরাও।

তারা ডিলারদের কমিশন যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং ২০০৯ সালের পুরোনো নীতিমালা বহাল রাখার দাবি জানান। পরে সার ডিলাররা জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে স্মারকলিপি প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here