‘কারাগার শুধু শাস্তির নয়, সংশোধন ও পুনর্বাসনের স্থান’

0
‘কারাগার শুধু শাস্তির নয়, সংশোধন ও পুনর্বাসনের স্থান’

সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মো. আলতাব হোসেন বলেছেন, কারাগার শুধু শাস্তির জায়গা নয়; এখানে সংশোধন ও পুনর্বাসন হয়। বন্দিদের মানবিক দৃষ্টিতে দেখে তাদের পুনরায় সমাজে ফিরিয়ে আনার লক্ষ্যেই আমরা কাজ করছি। কারা কর্মকর্তাদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমেই কারা ব্যবস্থাকে আধুনিক ও মানবিক করে গড়ে তোলা সম্ভব।

রবিবার (১৯ অক্টোবর) সকালে হবিগঞ্জ জেলা কারাগার প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলতাব হোসেন বলেন, পুরস্কার প্রাপ্তি শুধু প্রেরণাই নয়, দায়িত্ববোধও বাড়িয়ে দেয়। যারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তারাই কারা প্রশাসনের মুখ উজ্জ্বল করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা কারাগারের জেলার (জেল সুপার) মুজিবুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কারা প্রশাসনের উন্নয়ন ও নিরাপত্তা বজায় রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে বড় শক্তি। আমরা চাই, কারাগার হবে শুদ্ধাচার, শৃঙ্খলা ও মানবিকতার অনুশীলনক্ষেত্র।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি প্রিজনস নাহিদা পারভীন, সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার মাইনুদ্দিন ভূইয়া, মৌলভীবাজার জেলা কারাগারের জেলার তরিকুল ইসলাম এবং সিলেট মেট্রোপলিটন কারাগারের সিনিয়র জেলার প্রশান্ত কুমার বনিক। এ ছাড়া হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিলাল উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here