অপারেশন সিঁদুর ছিল শুরু মাত্র, পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি এখন ব্রহ্মসের আওতায়: রাজনাথ সিং

0
অপারেশন সিঁদুর ছিল শুরু মাত্র, পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি এখন ব্রহ্মসের আওতায়: রাজনাথ সিং

উত্তর প্রদেশের লখনৌয়ের সারোজিনী নগরে স্থাপিত নতুন ব্রহ্মস ক্ষেপণাস্ত্র উৎপাদন ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণকালে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে হুমকি দিয়ে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে গতবছরের অভিযান ‘অপারেশন সিঁদুর’ কেবল একটি সতর্কতামূলক প্রদর্শনী ছিল; এখন থেকে পাকিস্তানের প্রতিটি ইঞ্চি জমি ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে। তিনি আরও বলেন, দেশীয় প্রযুক্তিতেই তৈরি এই ক্ষেপণাস্ত্র দেশের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে।

প্রসঙ্গত, গত এপ্রিলে জম্মু-কাশ্মীরের পাহলগামে যে সন্ত্রাসী হামলা ঘটে, তার প্রতিক্রিয়ায় মে মাসে ভারতীয় বাহিনী পাকিস্তানের মধ্যেই একটি অভিযানের কথা ঘোষণা করে। যেটি অপারেশন সিঁদুর নামে পরিচিত। ভারত ওই অভিযানে সেখানে থাকা বাহিনী ও স্থাপনায় সংবেদনশীল লক্ষ্যভেদী আঘাত করেছে বলে জানিয়েছে; ওই অভিযানে ব্যবহৃত হয়েছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র।

প্রতিরক্ষা সূত্রে জানানো হয়েছে, ব্রহ্মস এমনভাবে নির্মিত যে শত্রু রাডার তা সহজে শনাক্ত করতে পারে না; ফলে ক্ষেপণাস্ত্রটি ‘দৃশ্যের আড়ালে’ পৌঁছে লক্ষ্য ধ্বংস করতে সক্ষম। রাজনাথ সিং বলেন, “ব্রহ্মস শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি ভারতের সামরিক সক্ষমতার প্রতীক; আমাদের তিনটি সশস্ত্র বাহিনীর জন্য এটি একটি মুল স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে।” তাঁর ভাষায় ছিল গর্বের সুর, তবে একই সঙ্গে এই অর্জনকে সরকারী সফলতার প্রতীক হিসেবেও তুলে ধরা হয়।

উক্ত অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত ছিলেন। তিনি লখনৌকে কেবল ঐতিহ্য-নগরী বলে চালিয়ে না দিয়ে এখন একটি প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি কেন্দ্র হিসাবে বর্ণনা করেন এবং বলেন, দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে উঠায় কর্মসংস্থান ও দক্ষতার সুযোগ সৃষ্টি হবে।

রাজনাথ আরও যোগ করেন, “অপারেশন সিঁদুরের সময় যা ঘটেছে, তা ছিল ভারতের জয়ের এক সূচনা; এখন এটি ধরে রাখতে আমাদের সকলের দায়িত্ব।” তিনি বলেন, ব্রহ্মস এখন কেবল ভারতীয় সশস্ত্র বাহিনীরই নয়, বরং আন্তর্জাতিকভাবে ভারতীয় শক্তির প্রতীক হিসেবেও বিবেচ্য হবে।

সোর্স: হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here