কানাডার টরেন্টোতে বাচনিকের যুগপূর্তি উৎসব ‌‘বাচনিক বৈভব’

0
কানাডার টরেন্টোতে বাচনিকের যুগপূর্তি উৎসব ‌‘বাচনিক বৈভব’

কানাডার টরেন্টোর ডন অব ডেনফোর্থ মিলনায়তনে আবৃত্তি সংগঠন বাচনিক তাদের যুগপূর্তি উৎসব “বাচনিক বৈভব” নান্দনিকভাবে উদযাপন করেছে। অনুষ্ঠানে বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং মিলনায়তন মুখরিত ছিল।

উৎসবে শতাধিক শিল্পী আবৃত্তি, নাচ ও সঙ্গীতের মাধ্যমে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেন। ঢোলের বোল, ধামাইল ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজন দর্শকদের মুগ্ধ করে।

আয়োজকরা জানান, প্রতিবছর এ ধরনের আয়োজন করা হলেও এবারে যুগপূর্তি উপলক্ষে অনুষ্ঠানটি বিশেষভাবে সাজানো হয়। এবছর সম্মাননা দেওয়া হয় বরেণ্য আবৃত্তি শিল্পী শিমুল মোস্তাফাকেও।

উৎসবে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, কবি শামসুর রাহমানের পরিবারের সদস্যরা, কানাডার স্কারবোরো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম, বাচনিকের কর্ণধার মেরী রাশেদীন, আবৃত্তিকা র রেজা অনিরুদ্ধসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দর্শকরা জানান, এই ধরনের আয়োজন কানাডায় বসবাসরত নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসতে এবং সমৃদ্ধ করতে উৎসাহিত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here