পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বদলে জিম্বাবুয়ে

0
পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বদলে জিম্বাবুয়ে

পাকিস্তানে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে না আফগানিস্তান। তাদের স্থলাভিষিক্ত হয়েছে জিম্বাবুয়ে।

বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে আয়োজিত এই ত্রিদেশীয় সিরিজ হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে, ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। পিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, জিম্বাবুয়ে ইতোমধ্যেই আমন্ত্রণ গ্রহণ করেছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

সিরিজের উদ্বোধনী ম্যাচটি হবে ১৭ নভেম্বর রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে। এরপর ১৯ নভেম্বর একই মাঠে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ শেষে বাকি পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৯ নভেম্বর হবে ফাইনাল।

এর আগে শনিবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চলে প্রাণহানির ঘটনায় তারা এই সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে। এসিবির বিবৃতিতে বলা হয়, হামলায় উরগুন জেলার তিন ক্রিকেটার; কবির, সিবঘাতুল্লাহ ও হারুনসহ মোট আটজন নিহত এবং সাতজন আহত হন। নিহতরা স্থানীয় একটি প্রীতি ম্যাচ খেলে ফেরার পথে হামলার শিকার হন।

ঘটনাটির নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আফগান টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খানও সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সূত্র: ক্রিকইনফো, ডন নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here