‌‍সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইলেক্টেড সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই : ধর্ম উপদেষ্টা

0
‌‍সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইলেক্টেড সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি আজ অংশগ্রহণ না করলেও পরে অংশগ্রহণ করার সুযোগ আছে। তাদের যে ডিমান্ডগুলো আছে এগুলো সরকার বিবেচনা করবে। যদি তাদের সঙ্গে সমঝোতায় আসা যায়, তাহলে তারা স্বাক্ষর করবে এবং এটা বলা আছে যারা স্বাক্ষর করতে পারবেন না, তারা পরবর্তী সময়ে স্বাক্ষর করতে পারবে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকার ‘সাভার বন বিহারে’ বৌদ্ধদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, এ দেশ আমার, এ দেশ আমাদের। আমরা এদেশের ক্রুশিয়াল মোমেন্টে, অত্যন্ত জটিল সময়, কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছি। যখন আমাদের পলিটিক্যাল স্ট্যাবলিটি ছিল না, সাস্টেইনেবল ইকোনমি ছিল না,  ‘ল’ অ্যান্ড অর্ডার সিচুয়েশনে একবারেই ছিল না, পুলিশ তখন মাঠে নেই, ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, এরকম সময়ে আমরা দায়িত্ব নিয়ে ১৫ মাস অতিক্রম করেছি।

নির্বাচন সম্পর্কে তিনি বলেন, অনেক চেষ্টা করেছি, আমরা রাতদিন পরিশ্রম করছি এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ইলেক্টেড সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই। আমরা গৌরবের অংশীদার হতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here