জঙ্গলে বিমান বিধ্বস্ত, আরোহী সকলেই নিহত

0
জঙ্গলে বিমান বিধ্বস্ত, আরোহী সকলেই নিহত

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের বাথ টাউনশিপের একটি জঙ্গলে হঠাৎ ভয়ঙ্কর শব্দ শোনা যায়। আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়লে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে জানা যায়, সেখানে একটি করপোরেট জেট বিধ্বস্ত হয়েছে এবং এর তিন আরোহী সকলেই প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাথ টাউনশিপ ফায়ার ডিপার্টমেন্ট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাথ টাউনশিপের তত্ত্বাবধায়ক রায়ান ফেভিন্স-ব্লিস এক বিবৃতিতে নিশ্চিত করেন, বিমানটিতে মোট তিনজন যাত্রী ছিলেন এবং সবাই মারা গেছেন।

বিমানটি হকার ৮০০এক্সপি মডেলের এবং মেক্সিকোতে নিবন্ধিত। এটি একটি টুইন-ইঞ্জিন করপোরেট জেট, যা বিশেষ গ্রাহক সেবা প্রদান করত। তবে সর্বশেষ কারা এর আরোহী ছিলেন, তা এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

এভিয়েশন সেফটি নেটওয়ার্ক জানিয়েছে, বিমানটি এরিও লাইনাস ডেল সেন্ট্রো এসএ দ্বারা পরিচালিত হতো। ফ্লাইটটি ব্যাটল ক্রিক-ডব্লিউকে কেলগ আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। তবে এই তথ্য প্রাথমিক, এবং কোনো পক্ষ এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডেইলি বিস্ট জানিয়েছে, তদন্ত শেষে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য প্রকাশ করবে। পুলিশ ছাড়াও বিভিন্ন সংস্থা দুর্ঘটনার তদন্তে অংশগ্রহণ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here