বগুড়ায় নারীকে শ্বাসরোধে হত্যার পর নগদ টাকা লুট

0
বগুড়ায় নারীকে শ্বাসরোধে হত্যার পর নগদ টাকা লুট

বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়িতে ঢুকে বিমলা পোদ্দার (৬৭) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তারা কয়েক লাখ টাকা এবং মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার তালোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিমলা পোদ্দার ওই এলাকার হিমু পোদ্দার আগরওয়ালা এর বড় বোন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গভীর রাতে টিনের চাল কেটে বিমলা পোদ্দার এর ঘরে ঢুকেন বেশ কয়েক জন দুর্বৃত্ত। ওই সময় ঘরে থাকা তার দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করেন।

এক পর্যায়ে তারা নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে। এতে বাধা দিলে বিমলা পোদ্দারকে শ্বাসরোধ হত্যা করে পালিয়ে যায়  দুর্বৃত্তরা।

স্থানীয়রা আরো জানান, নিহতের পরিবারের পাঁচ ভাইবোন একসাথে চাল ও ভূষির ব্যবসা করতেন। তাদের মধ্যে দুই ভাইবোন প্রতিবন্ধী ও অসুস্থ। 

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রত অপরাধীদের চিহিৃত করে গ্রেফতার করা হবে বলেও জানান ওসি।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here