নোয়াখালীতে লাঠিখেলা ও লোকগানের মধ্য দিয়ে বিএনপির লিফলেট বিতরণ

0
নোয়াখালীতে লাঠিখেলা ও লোকগানের মধ্য দিয়ে বিএনপির লিফলেট বিতরণ

নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ায় লাঠিখেলা ও লোকগানের মধ্য দিয়ে বিএনপির লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে উপজেলার বয়ারচর চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া বাজার পর্যন্ত খোলা পিকআপ ভ্যানে বাদ্যযন্ত্রের তালে তালে বিএনপির ৩১ দফা কর্মসূচি, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয়।

এ সময় লাঠিখেলার প্রদর্শনী হয়। উচ্ছ্বসিত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ভিন্নধর্মী এ প্রচারণা হাতিয়াবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব।

রাতে হাতিয়া বাজারে অনুষ্ঠিত পথসভায় তিনি বিএনপিকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান এবং রাষ্ট্রকাঠামো সংস্কারে বিএনপির ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফ উদ্দিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here