কুমিল্লার লাকসামে ট্রেনের কাটা পড়ে রওশন বিনতে শফিক (৪৪) নামক এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মে) সাড়ে সকাল ৭টায় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
তিনি লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তার বাবার নাম শফিকুল হোসেন। রওশন বিনতে শফিক লাকসামে বাসা ভাড়া করে থাকতেন।
লাকসাম জিআরপি থানার এস.আই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।