দুই ম্যাচ নিষিদ্ধ লিভারপুল কোচ

0

প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে জয়ের পর রেফারি পল টিয়েরনির সমালোচনা করায় শাস্তি পেয়েছেন ইয়ুর্গেন ক্লপ। টাচলাইনে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে লিভারপুল কোচকে। একই সঙ্গে ক্লপকে ৭৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার বিবৃতিতে এমনটাই জানিয়েছে।

লিগে আগামী রবিবার অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে টাচলাইনে থাকতে পারবেন না এই জার্মান কোচ। তার দ্বিতীয় ম্যাচের নিষেধাজ্ঞা অবশ্য ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত স্থগিত করা হয়েছে। ফলে চলতি লিগে দলের শেষ ম্যাচে সাউথ্যাম্পটনের বিপক্ষে টাচলাইনে থাকতে পারবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here