যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রফতানিতে ধস নেমেছে। গত মে মাসে ভারত থেকে যুক্তরাষ্ট্রে রফতানি খানিকটা বেড়েছিল। তার পর থেকে ধারাবাহিকভাবে কমেছে সেই সংখ্যা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর দুই দেশের রফতানিতে ধস নেমেছে। তবে গত চার মাসের মধ্যে সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে সেপ্টেম্বরেই।
গত চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের রফতানি প্রায় ৩৭.৫ শতাংশ কমেছে। এর মধ্যে শুধু গত মাসেই (সেপ্টেম্বরে) ২০.৩ শতাংশ কমেছে রফতানি। এমনটাই জানানো হয়েছে বাণিজ্য পরামর্শদাতা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের (জিটিআরআই) এক সাম্প্রতিক রিপোর্টে।
ওই রিপোর্ট অনুসারে, গত মে মাসে ৮৮০ কোটি ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে রফতানি করেছিল ভারত। মাত্র চার মাসের ব্যবধানে ওই রফতানির পরিমাণ ৩৭.৫ শতাংশ কমেছে। সেপ্টেম্বরে ভারত থেকে আমেরিকায় রফতানি হয়েছে ৫৫০ কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় ৪৮,২৫৮ কোটি টাকার) পণ্য। চলতি বছরে আমেরিকায় পণ্য রফতানির ক্ষেত্রে যে কোনও চার মাসের ব্যবধানে এটিই সবচেয়ে বড় পতন বলে জানাচ্ছে জিটিআরআই।
দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতির অভিযোগে গত জুলাই মাসে ভারতীয় পণ্য আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কারণে ‘জরিমানা’ বাবদ ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপান তিনি। ওই অতিরিক্ত শুল্ক কার্যকর হয় গত অগস্ট মাস থেকে। বর্তমানে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপরে মোট ৫০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে।
জিটিআরআই’র পরিসংখ্যান অনুসারে, গত মে মাসের পর থেকে ধারাবাহিকভাবে কমতে শুরু করেছিল যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রফতানি। মে মাসে ভারতীয় পণ্যের রফতানি ৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। ওই মাসে ওয়াশিংটনে ৮৮০ কোটি ডলারের পণ্য রফতানি করেছিল দিল্লি। তবে তার পর থেকে ধারাবাহিক ভাবে রফতানি কমেছে। জুনে ৫.৭ শতাংশ কমে ৮৩০ কোটি ডলারের পণ্য রফতানি হয়। জুলাইয়ে তা আরও ৩.৬ শতাংশ কমে হয় ৮০০ কোটি ডলার। জুলাইয়ের তুলনায় অগস্টে রফতানি কমে ১৩.৮ শতাংশ। ওই মাসে ভারত থেকে ৬৯০ কোটি ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে যায়।