কলম্বিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

0
কলম্বিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

২০২৫ সালের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। শিরোপার লড়াইয়ে এবার আর্জেন্টাইন যুবাদের সামনে মরক্কো।

বৃহস্পতিবার চিলির সান্তিয়াগোতে গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৭১তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ইন্টার মিয়ামির ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি।

৭৮তম মিনিটে জন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ার রেন্টেরিয়া। এরপর ১০ জনের কলম্বিয়া আর ম্যাচে ফিরতে পারেনি। 

আগামী ১৯ নভেম্বর ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফাইনালে জিতলে রেকর্ড সাতবার শিরোপা ঘরে তুলবে তারা। ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে যুব বিশ্বকাপ জিতেছিলেন লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here