গোপালগঞ্জে পোড়ানো হলো সাড়ে তিন হাজার মিটার চায়না দুয়ারী জাল

0
গোপালগঞ্জে পোড়ানো হলো সাড়ে তিন হাজার মিটার চায়না দুয়ারী জাল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার(১৫ অক্টোবর) উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ চত্বরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদারসহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে আগে মধুমতী নদী এবং বিভিন্ন খাল ও বিলে অভিযান চালিয়ে ১৩৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

যার বাজার মূল্য ৫ লাখ টাকা বলে জানান  মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়। তিনি জানান, ইলিশ মাছের প্রজনন রক্ষায় সরকারের দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করে অনেকে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছেন। এমন তথ্য পেয়ে অভিযান চালিয়ে চায়না দুয়ারী জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় জেলেদের সচেতন হওয়ার হওয়ার পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here