ছাত্রদল নেতা তানিমও মারা গেছেন

0
ছাত্রদল নেতা তানিমও মারা গেছেন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশের পর আহত তানিমও (২০) মারা গেছেন।

বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তানিম উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের সরকারহাট চৌধুরী বাড়ির বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, মঙ্গলবার রাতে চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ছাত্রদল নেতা অপি দাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা তানিমও আহত হন।

তিনি আরও জানান, স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অপি দাশকে মৃত ঘোষণা করেন এবং তানিমকে আইসিইউতে ভর্তি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তানিমও মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here