বরিশালে কীর্তনখোলা নদীতে পড়ে শিশু নিখোঁজ

0

বরিশালের কীর্তনখোলা নদীর স্রোতের টানে সাথী (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার আগ মুহূর্তে এই ঘটনা ঘটে। সাথী বরিশাল নদী বন্দরে দীর্ঘদিন ধরে ভবঘুরে হিসেবে বসবাস করছিল বলে জানিয়েছে স্থানীয়রা। 

নদীবন্দর সংলগ্ন কীর্তনখোলা নদীর খেয়া মাঝী মো. চাঁন মিয়া জানান, শেষ বিকেলে নদী বন্দর পন্টুন এলাকায় নদীতে কয়েক শিশু গোসল এবং লাফ-ঝাপ করছিল। এক পর্যায়ে নাইম ও লিয়ন নামে দুই শিশু সাথীকে পন্টুন থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। মেয়ে শিশুটি স্রোতের টানে ভেসে যেতে থাকলে আশিক ও লিয়ন তাকে রক্ষার চেষ্টা করে। এ সময় স্থানীয় এক ব্যক্তি লিয়ন ও নাইমকে উদ্ধার করলেও স্রোতের টানে ভেসে যায় সে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here