বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ময়মনসিংহ সেক্টরের আওতাধীন তিনটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সাম্প্রতিক সময়ে বন্য হাতির অনুপ্রবেশ ও আক্রমণের ঘটনা ঘটেছে। এ থেকে সীমান্তবর্তী জনসাধারণের জানমাল ও ফসল রক্ষার্থে বিজিবির সংশ্লিষ্ট বিওপিসমূহ প্রতিপক্ষ বিএসএফ এর ক্যাম্পের সাথে পতাকা বৈঠকের আয়োজন করে। আজ বৃহস্পতিবার সীমান্তের মোট ২৬টি স্থানে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত।
এছাড়া সংশ্লিষ্ট এলাকার সাধারণ জনসাধারণকে সাথে নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। উক্ত পতাকা বৈঠকে ভারত হতে আগত বন্য হাতির উপদ্রব বৃদ্ধি পাওয়া, আক্রমণে কয়েকজন বাংলাদেশি নিহত ও আহত হওয়া, হাতি কর্তৃক ফসলি জমির পাকা ধান নষ্ট করা, জনবসতি এলাকায় প্রবেশ করে গাছপালা ও বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতির বিষয়গুলো উত্থাপন করা হয়।