খুলনায় নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

0
খুলনায় নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

খুলনার দিঘলিয়া উপজেলায় নিখোঁজের তিনদিন পর জিসান নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে ফয়সাল নামের এক যুবকের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। পরে পুলিশ ফয়সাল, তার পিতা জিএম হান্নান ও মাতা মাহিনুর বেগমকে আটক করেছে। রবিবার (১২ অক্টোবর) দুপুরে দিয়ারা খেয়াঘাটে এলাকায় ফয়সালের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। 

পুলিশ ও স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার চাচার বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় জিসান। এরপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তার পরিবার থানায় জিডি করলে তদন্তে নামে পুলিশ। পরে সিসি ফুটেজ দেখে ফয়সাল নামে এক যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফয়সাল শিশু জিসানকে হত্যার বিষয়টি স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী গতকাল শনিবার (১১ অক্টোবর) বিকেলে ফয়সালদের বাড়ির উঠান থেকে হাত-পা বাঁধা, ধারালো অস্ত্র দিয়ে কোপানো জিসানের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে শিশু জিসানকে নির্মম হত্যার প্রতিবাদ এবং হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here